৪৫+ কনটেন্ট মার্কেটিং টুলস, আপনাকে শান্তি দিবে ১০০% গ্রান্টি – ১৩


 

জুনিয়ার এসইও প্রফেশনাল টাস্ক লিস্ট এবং ফ্রি এসইও অনলাইন কোর্স ও সাপোর্ট

আপনি কি কনটেন্ট মার্কেটিং নিয়ে খুব চিন্তিত? সব সময় চেষ্টা করেন এখন যে প্লান ব্যবহার করছেন তার থেকে আরো ভাল প্লান ব্যবহার করার। তাহলে, আপনি আমার সাথে একমত হবেন যে আমার যদি কনটেন্ট মার্কেটিং এর কৌশলের একটা লিস্ট করি তাহলে কয়েক হাজার কৌশল পাব।
কিন্ত, কথা হল আপনি যদি সব প্লান এক সাথে ব্যবহার করতে যান তাহলে ত আর হবে না। কারণ আমার টাকা, সময়, এবং সামর্থ্য নেই।
আপনার কাছে যদি মনে হয় আপনি এখন সব থেকে ভাল কনটেন্ট মার্কেটিং প্লানটা ব্যবহার করছেন, তারপরও দেখা যাবে ঐ প্লানের এখনো অনেক উন্নতি করা সম্ভাব। আমি যদি আপনার মত ঐ রকম একটা ভাল কনটেন্ট মার্কেটিং প্লান করতে চাই তাহলে, আমাকে জানতে হবে কৌশলটা কি আর কোন কোন টুলস ব্যবহার করা হইছে ঐ প্লানে।
এই পোস্টে, আমার দেখার চেষ্টা করব ঐ রকম কিছু টুলস যে গুল আমাদের কে সার্চ ইঞ্জিনে ভাল করতে সয়তা করবে, সেলস বৃদ্ধি করবে, এবং আরো অন্যান্য সুবিধা দিবে।
কই আছ বাবা জিবনঃ আমার নিসের কোন বিষয়টা এখন মার্কেটে খুভ ভাল করছে এইটা জানা আমার জন্য খবই দরকার। চলেন তাহলে দেখে আসি এই কনটেন্ট আবিস্কার করার জন্য আমার কি কি টুলস ব্যবহার করতে পারি।
  • কোয়ারাঃ আমার মনে হয় আপনি ইতিমধ্যে এই সাইট সম্পর্কে জেনে গেছেন এবং ব্যবহারও করে থাকেন। এই সাইট আপনার যে কোন প্রশ্নের উত্তর জানার জন্য সব থেকে ভাল জায়গা। আপনি যদি কনটেন্ট মার্কেটিং কে ব্যবহার করে থাকনে, তাহলে কোন কিসুর ট্রেন্ড বের করার জন্য এইটা খুভ ভাল একটা জায়গা। আর আপনি অন্যান্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি তাদেরকে উত্তর দিয়ে সাহায্য করতে পারেন তাহলে আপনার একটা অথরিটি তৈরি হবে, যা আপনার পার্সোনাল ব্রান্ডিং এর জন্য খুবই দরকারি।
    প্রশ্নের উত্তর জানার জন্য Quora কোন বিকল্প নেই
    Quora
  • রেড্ডিটঃ এই সাইটকে একসময় শুধু মাত্র বিনোদনের সাইট হিসাবে চিন্তা করা হত। কিন্তু, সে সময় ইতিহাস হয়ে গেছে। আপনি যদি কনটেন্ট মার্কেটিং নিয়ে চিন্তা করেন তাহলে এই সাইটকে বাদ দিলে হবে না। আপনি যদি একটু সময় নিয়ে একটা ভাল মত সামনের দিকে এগিয়ে যেতে পারনে, তাহলে আপনাকে ভাইরাল করে দিবে এই সাইট।
    Reddit এর ভাল ব্যবহার আপনাকে ভাইরাল হতে সাহায্য করবে।
    Reddit
  • ইনবাউন্ডঃ আপনার যদি টপ মার্কেটিং প্রফেসনাল দের চিন্তা ভাবনা জানতে ইচ্ছা করে তাহলে এই সাইটকে ফলো করতে পারেন। এই সাইটা সব বিখ্যাত মার্কেটরদের কফি হাউজ বলতে পারেন। এই খানে তার তাদের আইডিয়া শেয়ার করা, ফিডব্যাক নেয়া, সাথে সাথে নিজেকে প্রমাণ করতে, এবং বিভিন্ন ট্রেন্ড নিয়ে আলচনা করে।
  • আল্টপঃ আপনি কি বিভিন্ন টপিকের উপর সব থেকে ভাল ভাল ঘটনা গুল জানতে চান? যে কোন ধরনের হতে পারে টেকনোলজি, মার্কেটিং, বিজনেস, অথবা কোন ব্রেকিং নিউজ। আপনি সব পাবেন এই খানে। এই ব্লগ থেকে বুঝতে পারবেন মার্কেটে এখন কোন বিষয়টা হট টপিকের মত কাজ করছে।
এত সময় ধরে আমার দেখেছি কনটেন্ট কোন উপায়ে আমার খুঁজে বের করতে পারি। কিন্তু এখন আমাদের কাছে আর্টিকেল কোন বিষয়ের উপর লিখব তার একটা লিস্ট আছে। তারপর আর্টিকেল লেখা শেষ করে ফেললেন। এইবার দরকার অনলাইনে ছড়ায়ে দেয়া। এই কাজটাকে সহজে করার জন্য আমার এখন কি করতে পারি।
এইরকম কিছু টুলসের ব্যবহার আমার দেখব এখন।
  • বাফারঃ আপনি সোশ্যাল মিডিয়াতে খুব অল্প সময়ের মধ্যে পোস্ট করতে চান তাহলে এইটা খুবই ভাল একটা মাধ্য। আর গুগলে সোশ্যাল মিডিয়াকে কতাটা গুরুত্ব দেয় এইটা নতুন করে কিছু বলার নেই। বাফার আপনাকে হেল্প করবে আপনার কনটেন্ট মার্কেটিং এর কাজটাকে একটু দ্রুত করার। আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে বাফার ছাড়া আপনার গতি নেই। আপনি ইচ্ছা করলে, এই খানে শিডিউল পোস্ট করে রেখে দিতে পারেন। তবে ফ্রীতে ১০টার বেশি শিডিউল (ফেসবুক, লিংকডিন, টুইটার, গুগলে+) করতে পারবেন না।
  • হোটসুইটঃ হোটসুইট আর বাফার দুইজন একই ধরনের কাজ করে। হোটসুইট ব্যবহার কারির সংখ্যা ১০+ মিলিয়ন। এই খানে আপনি ৩৫ টা সোশ্যাল মিডিয়ার সাথে এ্যাড করতে পারবেন। আর প্রত্যেকটা সাইটে যেয়ে যেয়ে পোস্ট করার সে দিন চলে গেছে।
  • স্লাইড সেয়ারঃ আপনার কাছে মনেহতে পাওয়ার পয়েন্টের দিন মনে হয় শেষ। কিন্তু আপনি যদি স্লাইড শেয়ারের দিকে খেয়াল করলে বুঝতে পারবে। দিন শেষ নয়, আরো কত কিছু করা বাকি আছে। আপনার কোন প্রডাক্ট, সার্ভিস অথবা কোন কিছু নিয়ে আসলেন তাহলে আপনি এই সাইটকে ব্যবহার করতে পারেন। ভিজুয়ালি আপনার কাজকে শেয়ার করতে স্লাইড শেয়ার অন্যতম।
  • প্রেসরিলিজঃ প্রেস রিলিজ নিয়ে কথা হবে আর সেখানে পিআরওয়েব থাকবে না এম্নতি হওয়া সম্ভাব না। আপনি যদি ঠিক মত ব্যবহার করতে পারেন তাহলে কি হতে পারে, সেইটা আপনার ধারণার বাইরে। প্রেস রিলজ এখন মরে নাই। আপনি যদি এই সাইটকে ঠিক মত ব্যবহার করতে পারেন, তাহলে বুঝতে পারবেন।
  • বাযস্ট্রিমঃ বাযস্ট্রিমের সব থেকে ভাল দিক হল আপনাকে একটা লিস্ট করতে সয়তা করবে। এই টুলসটা কিছু নিদৃস্ট ক্যাটাগরির জন্য পারফেক্ট। রিলেসন বিল্ডাপ এবং ম্যানেজ করার জন্য আপনাকে সাহায্য করবে।
এ্যানালিসিসঃ
এই বার আমাদের দরকার কিছু এ্যানালিসস টুলস যে গুল আমাদের সাহায্য করবে ডাটা এ্যানালিস করার জন্য। তাহলে চলেন দেখে আসি এ্যানালিসিস টুলস গুল কি কি?
  • চুম্মাম্যাট্রিক্সঃ আপনাকে জানতে হবে কে আপনার সাইটে আসে। কি ভাবে তারা আপনার কাস্টমারের পরিণত হচ্ছে। কনটেন্ট মার্কেটিং এর উদ্দ্যেশ্য হল ফলাফল খুঁজে দেখা। আর এই কিসম্যাট্রিক্স আপনাকে হেল্প করবে বিভিন্ন সমাধান দিয়ে।
  • গুগল এ্যানালিটিক্সঃ গুগল এ্যানালিটক্স সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আপনি যদি ফ্রী কিন্তু ভাল মানের কোন সাইট খুজতে থাকেন তাহলে এইটা আপনার জন্য বেষ্ট অপশন। কনটেন্ট মার্কেটিং এর সাফল্য অনেক অংশে নির্ভর করে সঠিক ডাটা। আর এই ডাটা আপনাকে দিতে পারে গুগল এ্যানালিটিক্স।
  • ড্যাসেরোঃ এইটা সম্পূর্ণ ফ্রী একটা সাইট। আপনি অনেক টুলস এই খানে ব্যবহার করতে পারেন যেমন টুটার, ফেসবুক, লিঙ্কডিন, শফিফাই, মেইলচ্যাম্প, এবং আরো অনেক কিছু। এই সাইটের সব থেকে ভাল দিক হল আপনার সব ডাটাকে সে একটা অসধারন গ্রাফিকাল প্রেজেন্টসন দিবে।
  • সিম্পিলরিচঃ যদি আপনার কনটেন্ট মেজরমেন্ট এবং ডিস্টিবিউসন নিয়ে চিন্তা থাকে, তাহলে আপনি সিম্পিলরিচ কে ব্যবহার করতে পারেন। কোন ভাল মানের আর্টিকেল তৈরি করার পর আপনার কাজ হবে টার্গেট কাস্টমারের সামনে নিয়ে দাড় করান।
  • সিমপ্লি মেজরডঃ আপনি হয়ত এত দিনে বুঝে গেছেন কনটেন্ট পাবলিশ করার সময় আপনি ঠিক যতটা সিরিয়াস সম পরিমাণে সিরিয়াস আপনাকে হতে হবে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কোন কিছু পোস্ট করবেন। এর মাধ্যে আপনি প্রত্যেকটা পোস্ট কি পরিমাণে প্রভাব ফেলছে সেইটা জানতে পারবেন। এই খানে আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখার সুযোগ আছে। এমনকি আপনার কমপিটিটরকে এ্যানালিসিস করতেও ব্যবহার করতে পারেন।
  • জুমঃ আপনি কিন্তু এই পৃথিবীতে একমাত্র মানুষ না, কনটেন্ট মার্কেটিং ব্যবহার করছেন। সব থেকে সইত্য কথা হল, আপনি যে নিসের উপর কাজ করছেন একটু সময় নিয়ে খুজলে দেখবেন আপনার অনেক কমপিটটর আছে। জুম আপনাকে সাহায্য করবে এই কাজটাকে সহজে করার জন্য।
  • ফলোঃ “Influence marketing” এমন একটা টার্ম যাকে আপনি কোন ভাবেই ইগনোর করতে পারবেন না। একজন সফল মারকেটার হতে গেলে আপনি এইটা ব্যবহার করতে পারেন। ট্রাকার আপনাকে সাহায্য করবে আপনার নিসের উপর ঐ সব ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার জন্য।
  • ক্লাআউটঃ অনলাইনে নিজেকে প্রমাণ করার সব থেকে ভাল প্লান হল একটা অসধারন আর্টিকেল লিখে ফেলেন আর পর শেয়ার করা শুরু করেন। ক্লাআউট আপনার অপানার অডিয়েঞ্চকে সাজেস্ট করবে আর্টিকেল দেখার জন্য। ক্লাআউট আপনাকে স্কোর দিবে। আপনার স্কোর যত বেশি বৃদ্ধি পাবে, আপনার ইনফ্লুয়েঞ্চ তত বেশি।
  • কেরেডঃ সোশ্যাল মিডিয়ার প্রভাব কেমন বের করার জন্য এই সাইটের জন্ম ঠিক যেমন ক্লাআউট। সোশ্যাল মিডিয়াতে ভাল করার জন্য আপনি এই সাইটে ব্যবহার করতে পারেন।
এত সময় আমার মার্কেটের ইনফ্লুয়েঞ্চার দের খুঁজে বের করার জন্য। এখন আমার দেখার চেষ্টা করব সোশ্যাল মিডিয়া নিয়ে।
  • সোচেডুঃ আপনি যদি সোশ্যাল মিডিয়াকে খুব ভাল ভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বিজনেসের লক্ষ্য পূরণে সাহায্য করবে। কিন্তু কথা হল কোন সোশ্যাল মিডিয়া আমাদের জন্য পারফেক্ট হবে এইটা বের করা খুবই কঠিন। কোন সোশ্যাল মিডিয়া আপনার জন্য পারফেক্ট এইটা বের করতে আপনাকে সাহায্য করবে সোচেডু।
  • গল্প কালেক্টঃ প্রত্যেকে মিনিটে অনলাইনে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ভাবনা, গল্প শেয়ার করছে। স্টোরিফাই এর কাজ হল কাজ হল অন্যের ভাবনা গুল কালেক্ট করা। এইবার আপনার কাজ হল সব গল্প গুলরে এক জায়গায় করে একটা নতুন গপ্ল বানাতে পারেন।
  • কুউউঃ সময় হল টাকা, তাই না? আপনি জইদ এই মতের সাথে বিশ্বাসী হন তাহলে কুউউ আপনার জন্য পারফেক্ট। সোশ্যাল মিডিয়াকে পানি ইচ্ছা করলে অটোপাইলট অপশনে নিয়ে আহস্তে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার কৌশল ঠিক মত কাজ করছে কিনা এইটা চেক করার জন্য বেষ্ট অপশন হল এইটা।
  • টুইপিঃ কনটেন্ট মার্কেটিং এবং টুইটার একটা অপরটার জড়িত। টুইটার ম্যানেজমেন্ট করতে যেয়ে দেখা গেল আপনার সারা দিনের অনেক সময় চলে গেছে। এর থেকে মুক্তি পেতে টুইপি বব্যবহার করতে পারেন।
  • সোশ্যালব্রঃ আপনি যত টুইটার বেশি ব্যবহার করবেন, তত আপনাকে অরগানাইজড হতে হবে। সোশ্যালব্র আপনাকে যে ভাবে হেল্প করবেঃ
    • আপনার কমপিটিটর খুঁজে বের করা
    • আপনার ভিজিটর কে বুঝতে শেখাবে
    • আপনার সোশ্যাল মিডিয়া প্লান
    • আপনাকে কমপ্লিট রিপোর্ট দিবে
  • টুইরয়ডঃ একজন মার্কেটারের সব থেকে বাজে সময় হল তখন, যখন সে টুইট করে আর কোন রেপন্স পায় না। এখন আপনি যদি জানতে পারতেন কখন আপনার ভিজিটর সব থেকে বেশি অনলাইনে থাকে তাহলে আপনার জন্য সুবিধা হত। এই কাজটা আপনি টুইর‍্য়ড এর উপর ছেড়ে দিতে পারেন।
এত সময় আমার দেখলাম সোশ্যাল মিডিয়াকে কি ভাবে ম্যানেজ করা যায় দেখলাম, এখন আমারা দেখব ইমজ এবং ভিডিও কি ভাবে তৈরি করা যায়।
  • স্পীউইচঃ ভিজুয়াল কনটেন্টের উপকারিতা এই খানে বলে লাভ নাই। আপনাকে কয়েক সেকন্ডের মধ্যে ইমজে তৈরি করতে সাহায্য করবে। আপনার কাজ হল ইমেজ সার্চ করা, সাথে টেক্সট জগ করেন এবং সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটে পোস্ট করেন। সব থেকে বড় কথা হল আপনার কখন কপিরাইট নিয়ে চিন্তা করা লাগবে।
  • মিমিঃ বিশ্বাস করেন আর নাই করেন আপনার কনটেন্ট যদি সময় মজার মধ্যে থাকে তাহলে আপনি ভাইরাল হবেন। আর যদি না থাকে তাহলে আপনার কপালে দুঃখ আছে। আপনি যদি মিমি তৈরি করতে চান, তাহলে এই সাইট আপনাকে খুব সাহায্য করবে।
  • ভিজুয়ালঃ আপনি যদি থার্ড পার্টীর কাছে কাজটা দিয়ে দিতে চান, তাহলে ভিজুয়াল কে দিতে পারেন।
  • উবোরফ্লিপঃ আপনার যদি কোন ধরনের টেক নলেজ না থাকে তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে উবোরফ্লিপ
  • পোটনঃ আপনার যদি অ্যানিমেশন ভিডিও অথবা প্রেজেন্টেশন বানানোর চিন্তা থাকে তাইলে পোটন আপনার জন্য অনেক ভাল একটা জায়গা হবে।
  • ক্যানভাঃ ক্যানভা যে কোন মানুষকে ডিজাইনার বানায় দিতে পারে। এই খানে ফটো লাইব্রেরি পাবেন, যা আপনাকে ভাল মানের ছবি পছন্দ মত বানাতে সাহায্য করবে। আপনার ব্লগ, ওয়েবসাইট, অথবা সোশ্যাল ক্যাম্পেইনের জন্য কোন গ্রাফিক্সের দরকার হয় তাহলে ক্যনভা আপনার জন্য।
  • ইজিলিঃ আপনার যদি ইনফো গ্রাফিক ব্যবহার করার প্লান থাকে তাহলে আপনি ঠিক মত জায়গায় এসে পৌছাইছেন। এই খানে কয়েক হাজার টেমপ্লেট আছে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মত একটা ব্যবহার করতে পারেন, পছন্দ অনুযায়ী এডিট করতে পারবেন।
  • মাজিস্টোঃ কোম্পানির জন্য একটা ভিডিও বানান এবং প্রমোট করা এক সময় অনেক টাকা পয়সার ব্যাপার ছিল। হয়ত, আপনার কাছে ব্যাপারটা এখনো ঐরকমই মনে হয়। আপনার জন্য থিম, গান এবং ইচ্ছা মত এডিট করতে পারেন।
  • এনিমোটোঃ আপনার যদি হাই কুয়ালিটি, প্রফেশনাল ভিডিও দরকার হয় তাহলে এনিমেটো আপনার জন্য। ১৩ মিলিয়নের বেশি মানুষ এইটা ব্যবহার করে।
    • আপনার পছন্দের স্টাইল এবং গান।
    • ভিডিও কাস্টমাইজ করতে পারেন টেক্সট, ফটো, এবং ভিডিও।
    • বানান, এবং শেয়ার করেন
এখন আমার খুঁজে বের করব আটোমসন নিয়ে কিছু টুলস।
  • নাটসেলঃ আপাত দৃষ্টিতে এই সাইটকে আপনার কনটেন্ট মার্কেটিং টুলস নাও মনেহতে। কিন্তু, কিছু সময় দেয়ার পর আপনি বুঝতে পারবেন এইটা আসলে একটা কাজের জিনিস। নাটসেল শুধু CRM সফটওয়্যার না তার থেকেও আরো কিছু। সুবিধাঃ
    • টেবিল
    • ডাটা কালেকশন
    • রিপোর্ট
    • লিড ডিস্ট্রিবিউশন
    • রিলেশন বীল্ড আপ
  • পারডটঃ পারডট হল এমন একটা সাইট যে খানে আপনি লিড ম্যানেজ করার জন্য ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাকে হতাশ করবে না। এইটা বি২বি মার্কেটিং এর জন্য একদম পারফেক্ট একটা টুলস। আপনি যদি কিছু জিনিস অটোমেট করে রাখতে চান যেন, তাহলে আপনি এই খানে অনেক টুলস পাবেন ঐ রকম। কি কি পাবেন এই খানেঃ
    • লিড জেনারেশনের জন্য টুলস
    • ইমেইল কাস্টম
    • ROI ক্যাল্কুলেসন
  • মার্কেটওঃ সব কিছু এক জায়গায় পাওয়ার জন্য আপনাকে মারকেটো এর কাছে যাওয়া লাগবে। আপনার মেইল, কনটেন্ট, সোশ্যাল মিডিয়া, লিডস এবং কাজের কি অবস্থা কেমন এইটা বিচার করতে পারবেন। আপনার মার্কেটিং এক্সপেরিয়েন্স যদি খুব নবিন লেভেলের হয় তাহলে আপনার জন্য খুব সুবিধাজনক হবে না। কনটেন্ট মার্কেটিং এর সাথে আপনি যদি অন্যন্য কৌশলের যোগ করতে চান তাহলে এইটা হতে পারে আপনার জন্য বেস্ট সমাধান।
  • ইন্টার এক্টিভঃ এইটা টুলসা একটু এক ধাপ এগিয়ে টাইপের। কাস্টমারের লাইফ সাইকেলের উপর নির্ভর বেজ করে আপনি একটা ভাল মানের সেলস ফানেল তৈরি করতে পারবেন।
  • সিলভারপপঃ ৫০০০ হাজারের বেশি খ্যাত নামা ব্রান্ড এই টুলসকে ব্যবহার করে তাদের মার্কেটিং প্রোগ্রামের জন্য। এই খানে আপনি ইমেইল মার্কেটিং এর সব কিছু পাবেন।
  • রুটঃ আমার মনে হয় এই রকম অনেকের হইছে যে সাইটে ভিজিটর আসছে কিন্তু বাউঞ্চ রেট অনেক বেশি এবং রিটারং ভিজিটর নাই বললেই চলে। তাহলে, কপালে যে কি পরিমাণে দুঃখ এইখানে সেই কথা বলে পূরণ আঘাতের কথা আর নাই বলি। আপনার সার্ভিস নেয়ার জন্য অনেকেই সাইন আপ করছে, কিন্তু কেউই ফাইনাল কাস্টমার হচ্ছে না। কিন্তু, কি কারণে যে আপানি তাদেরকে মিস করছেন এইটা ঠিক বুঝতে পারছেন। তাহলে আপনার জন্য এক মাত্র সমধান হতে পারে রুট। আপনার সাথে সম্পূর্ণ পার্সোনাল এসিস্ট্যান্টের মত কাজ করবে।
  • সেলসফোরসঃ উপরের লিস্ট গুলর যে কোনটার থেকে এইটা অনেক ভাল মানের। এর সুনাম অনেক দিনের। আপনি এই খানে অনেক টুলস পাবেন, এত ভাল ভাল টুলসের দেখা পাবেন যে আপনাকে রীতি মত মুগ্ধ করে রাখবে।
  • IFTTT: এই টুলের নাম যেমন অদ্ভুত, কাজো ঠিক তেমনি অসাধারণ। ওয়েব এ্যাপ্লিকেসন গুলকে এক সাথে সামনে রেখে কাজ করার জন্য এর কোন জুড়ি নাই।
  • অপ্টিমাইজঃ কনটেন্ট মার্কেটিং এর ROI বাড়াতে গেলে আপনাকে নিশ্চিত করতে হবে কনভার্সন। টেস্ট, পারসনালাইজ এবং অপটিমাইজ, এই কাজ গুল করার জন্য এই সাইটে ব্যবহার করতে পারেন।
  • এক্ট-অনঃ শুরু থেকে শেষ, সব কিছু পাবেন এই খানে। লিড থেকে রেভিনিউ পর্যন্ত যত সব ম্যানেজমেন্ট দরকার সব আছে। আপনি যদি কনটেন্ট মার্কেটিং কুব ভাল ভাবে করতে পারেন, তাহলে ভাল মানে ভিজিটর পাবেন এইটা নিশ্চিত। কিন্তু, তাদেরকে কাস্টমারে পরিণত করাটা একটু জটিল ব্যাপার। এই কাজের জন্য আপনি এ্যাক্ট অনের সাহায্য নিতে পারেন।
  • কন্ট্যাক্টচুয়ালিঃ আপনি কনটেন্ট মার্কেটিং এর প্রতি যত সময় দিবেন, আপনার নেটওরক তত বড় হতে থাকবে। আপনার এই সম্পর্কের নেটওরকে একটা ভাল কিছু উপহার দিতে পারে এর সার্ভিস।
  • এহারফঃ আমার মার্কেটিং টুলস শুরু এহারফ দিয়ে। এদের সার্ভিস এত ভাল যে পরবর্তীতে আমাকে আর অন্য কোন খানে যাইতে দেয় নাই। আমার মনে হয় আপনি যদি এহারফের কথা জানেন তাহলে আপনি কনটেন্ট মার্কেটিং এর অনেক কিছুই অজানা আছে। ইউটিউবে টিম স্লো এর ভিডিও গুল দেখলে আপনি আর ভাল ভাবে বুঝতে পারবেন।
  • যাপিরঃ যাপির কে ব্যবহার করতে পারেন যে সব এ্যাপ ব্যবহার করেন কানেক্ট করার জন্য। এই খানে আপনি ৪০০+ এ্যাপ কানেক্ট করতে পারবেন।
  • হাবস্পটঃ ইনবাউন্ড মার্কেটিং হাবস্পট খুব দ্রুত একটা ব্রান্ডে পরিণত হইছে। আপনি যদি তাদের মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করে তাহকেন, তাহলে নতুন করে কোন কিছু বলার নেই। আর যদি না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই খানে পাবেঃ
    • ব্লগইং
    • এসইও
    • সোশ্যাল মিডিয়া
    • লিড ম্যানেজমেন্ট
    • ল্যান্ডিং পেজ
    • ইমেইল
    • এ্যানালিটিক্স
ছিজনঃ ছিজন এর বর্তমান ব্যবহার কারির সংখ্যা ১০০,০০০। আপনি এই খানে বিভিন্ন ধরনের সফটওয়্যার সল্যুশন পাবেন। কনটেন্ট মার্কেটিং, মিডিয়া মনিটরিং, এবং প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন। তার ব্যবহার কারির সংখ্যা দেখেউ বুঝতে পারেছেন তার সার্ভিস কতটা ভাল হবে।
এই লিস্ট আরো অনেক বড় হবে। আমি চেষ্টা করব ধিরে ধিরে আরো কিছু টুলস যোগ করার জন্য।
আপনার কোন জানা টুলস থাকলে অবশ্যই জানাবেন।
আপনার কনটেন্ট মার্কেটিং এর জন্য শুভ কামনা রইল।
কোন প্রশ্ন, উপদেশ থাকলে অবশ্যই কমেন্ট করুন।
ভাল থাকবেন।

Comments